কালার ইনসাইড

নিউইয়র্কে হয়ে গেল`চিরঞ্জীব মুজিব`চলচ্চিত্রের প্রদর্শনী 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/09/2021


Thumbnail

নিউইয়র্কে প্রদর্শিত হয়েছে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পরিচালক নজরুল ইসলামের উপস্থিতিতে জ্যাকসন হাইটসের একটি গির্জায় চলচ্চিত্রটির প্রদর্শনী হয়।  

নিউইয়র্কে অবস্থিত প্রাক্তন ছাত্র নেতৃবৃন্দের আয়োজনে এ প্রদর্শনীর সূচনা বক্তব্যে পরিচালক নজরুল ইসলাম বলেন, দীর্ঘ সময় নিয়ে, প্রতিটি বিষয় যত্নসহকারে আমরা সিনেমাটি তৈরি করেছি। আমার বিশ্বাস ২ ঘন্টা ১৬ মিনিটের এ সিনেমাতে বঙ্গবন্ধুকে সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি।

তিনি বলেন, আগামী অক্টোবর মাসে আমাদের পরিকল্পনা আছে সারা দেশব্যাপী সিনেমাটি মুক্তি দেওয়ার। বঙ্গবন্ধুর চেতনা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এ সিনেমা ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

প্রদর্শনীর অন্যতম উদ্যোক্তা আলী হাসান কিবরিয়া অনু বলেন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) নজরুল ইসলাম প্রধানমন্ত্রী সঙ্গে জাতিসংঘের অধিবেশনে এসেছেন। এজন্য আমরা অনুরোধ করেছি সিনেমাটা যেন আমরা ঘরোয়াভাবে দেখতে পারি। তিনি আমাদের অনুরোধ রেখেছেন। অল্প সময়ের মধ্যে নিউইয়র্কের সাহিত্য সংস্কৃতির অন্তত ৭০ জন মানুষ এসেছেন। অনেককে আমরা দেখেছি সিনেমা দেখে আপ্লুত হতে।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা নিবেদিত এই সিনেমাটি হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত হয়েছে। চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন আহমেদ রুবেল। চলচ্চিত্রে ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। এ সিনেমায় আরও অভিনয় করেন- খায়রুল আলম সবুজ, এসএম মহসীন, দিলারা জামান, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, সমু চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, শাহজাহান সম্রাট, প্রয়াত সেলিম আহমেদ, জুয়েল মাহমুদসহ অন্য শিল্পীরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭