ইনসাইড বাংলাদেশ

সড়ক তো নয়, যেন এক মৃত্যু ফাঁদ! 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/09/2021


Thumbnail

ফরিদপুরের মধুখালী উপজেলার ভেল্লাকান্দি ও নিশ্চিন্তপুর গ্রামের প্রায় দুই কিলোমিটার সড়কের বর্তমান অবস্থা বেহাল। রাস্তাটি দীর্ঘদিন ধরে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এ সড়ক দিয়ে যাত্রীবাহী ছোট ছোট পরিবহন ও মালবাহী পরিবহন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এ যেন সড়ক নয়, এক মৃত্যু ফাঁদ।

এলাকাবাসী জানায়, একটু বৃষ্টি হলেই খানা-খন্দ পানিতে ভরে মনে হয় এতো সড়ক নয় যেন ছোট ছোট নালা। এ সড়কের বিভিন্ন স্থানে কাদামাটিসহ ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগের মধ্যে পড়েছে কয়েক হাজার মানুষ। ওই সড়ক দিয়ে অটোরিকশা, ইজিবাইক, মালবাহী গাড়ি, কিংবা যাত্রীবাহী ছোট ছোট যানবাহন উল্টে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ ছাড়া গ্রামে চলাচলের এই রাস্তা শুষ্ক সময়ে কোনো রকম থাকলেও বর্ষা মৌসুমে দুর্ভোগের যেন শেষ নেই। সারাদেশে রাস্তা ঘাটের উন্নয়ন হলেও এ দুই গ্রামে এখনও সে ছোঁয়া লাগেনি। ভেল্লাকান্দি ও নিশ্চিন্তপুর গ্রাম দুটিতে রয়েছে দুটি প্রাথমিক বিদ্যালয়, একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদসহ কয়েকটি প্রতিষ্ঠান। বিশাল জনগোষ্ঠীর চলাচলের জন্য রাস্তা থাকলেও তা চলাচলের প্রায় অনুপযোগী।  

ভেল্লাকান্দি গ্রামের বাসিন্দা সামাদ মুন্সী বলেন, একটু বৃষ্টি হলেই রাস্তা দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। আবার চলাচলের জন্য এটিই আমাদের একমাত্র রাস্তা। তাই বাধ্য হয়েই জীবন-জীবিকার প্রয়োজনে কাদা মাড়িয়ে ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়।
ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুরশীদ আলম মাসুদ বলেন, রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীনে রয়েছে। রাস্তাটি পাকা করার জন্য এক কোটি পাঁচ লাখ টাকার একটি টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। এটি পাশ হলে দ্রুতই কাজ শুরু করতে পারব।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরী বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭