ওয়ার্ল্ড ইনসাইড

হেরে গেলেন মেরকেল, বিজয়ী মধ্য বামপন্থী এসপিডি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/09/2021


Thumbnail

জার্মানিতে এঞ্জেলা মের্কেলের দলকে ছোট ব্যবধানে হারিয়ে নির্বাচনে জিতেছে মধ্য বামপন্থী দল সোশাল ডেমোক্র্যাটিক পার্টি (এসপিডি)।

প্রাথমিক ঘোষিত ফলাফলে, এসপিডি ২০৬ আসনে জয় পেয়েছে। তারা পেয়েছে ২৫.৭ শতাংশ ভোট।

অন্যদিকে, এঞ্জেলা মের্কেলের ডেমোক্র্যাটিক ইউনিয়ন অব জার্মানি (সিডিইউ) জয়ে পেয়েছে ১৫১ আসনে। আর তাদের শরিক দলি ‘সিএসইউ’ জিতেছে ৪৫ আসনে। তারা পেয়েছে ২৪.১ শতাংশ ভোট। ভোটভুক্ত সিডিইউ এবং সিএসইউ মোট ১৯৬ আসনে জয় পেয়েছে।

তৃতীয় অবস্থানে থাকলেও দলগতভাবে ভোটে সবচেয়ে ভাল করেছে গ্রিনস। দলটি জয় পেয়েছে ১১৮ আসনে। তারা পেয়েছে ১৪.৮ শতাংশ ভোট যা দলটির ইতিহাসে এযাবৎকালের সবচেয়ে বেশি।

১১.৫ শতাংশ ভোট পেয়েছে এফডিপি। দলটি বিজয়ী হয়েছে ৯২ আসনে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭