ইনসাইড গ্রাউন্ড

খুব শিগগিরই পাকিস্তানে ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট : ইমরান খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/09/2021


Thumbnail

টি-টোয়েন্টি বিশ্বকাপে আর বেশিদিন বাকি নেই। বিশ্বকাপের আগে দলে থাকা সকল ক্রিকেটারদের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ক্রিকেটারদের সাথে সাক্ষাৎকালে তিনি জানান, হতাশাকে শক্তিতে পরিণত করতে হবে ক্রিকেটারদের। একই সাথে দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেট পাকিস্তানের মাটিতে ফিরবে বলেও জানান তিনি। 

নিউজিল্যান্ড ও ইংল্যান্ড পাকিস্তানকে হতাশ করেছে উল্লেখ করে ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের অধিনায়ক  ইমরান খান বলেন, ‘আহত বাঘের মতো বিশ্বকাপের মঞ্চে ঝাঁপিয়ে পড়তে হবে। সম্প্রতি আমাদের হতাশ করেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। তবে এই হতাশাকে শক্তি পরিণত করতে হবে।’

বিশ্বকাপের জন্য ঘোষিত দলের ভালো করার সামর্থ্য আছে বলেও মনে করেন ইমরান খান।  তিনি আরও বলেন, ‘পাকিস্তানের এই দল বিশ্বকাপের মঞ্চে ভালো করার সামর্থ্য রাখে। বিশ্বকাপে ভালো করতে হলে সবাইকে পারফরর্ম করতে হবে। নিজেদের পারফরম্যান্সের দিকে নজর দিতে হবে ক্রিকেটারদের।’

নিউজিল্যান্ড ও ইংল্যান্ড পাকিস্তান সফর বাতিল করলেও, খুব দ্রুতই দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট হবে বলে জানান ইমরান। তিনি বলেন, ‘পাকিস্তান খুবই সুরক্ষিত দেশ। খুব শিগগিরই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হবে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭