ওয়ার্ল্ড ইনসাইড

আফ্রিকায় ২৫টি বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করেছে চীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/09/2021


Thumbnail

সম্প্রতি প্রকাশিত চায়না-আফ্রিকা ইকোনমিক অ্যান্ড ট্রেড রিলেশনশিপ অ্যানুয়াল রিপোর্টে প্রকাশিত হয়েছে, চীন আফ্রিকা মহাদেশের ১৬টি দেশে মোট ২৫টি অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা অঞ্চল প্রতিষ্ঠা করেছে।

চীনা সংবাদমাধ্যম সিনহুয়া’র প্রকাশিত খবরে বলা হয়েছে, ২৬-২৯ সেপ্টেম্বর চীনের হুনান প্রদেশে দ্বিতীয় চায়না-আফ্রিকা ইকোনমিক অ্যান্ড ট্রেড এক্সপো আয়োজনের প্রাক্কালে এ রিপোর্ট প্রকাশ হয়।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ২০২০ সালের শেষ নাগাদ বাণিজ্য সহযোগিতা অঞ্চলগুলোতে ৬২৩টি উদ্যোগ চালু হয়েছে। এতে চীন মোট বিনিয়োগ করেছে ৭৩৫ কোটি ডলার। এই উদ্যোগগুলোর ফলে আফ্রিকার দেশগুলোতে ৪৬ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বছর আফ্রিকায় চীনা বিনিয়োগ হয়েছে ২৯৬ কোটি ডলার, যা আগের বছরের চেয়ে ৯ দশমিক ৫ শতাংশ বেশি। চলতি বছরের প্রথম সাত মাসে আফ্রিকায় চীনের প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) হয়েছে ২০৭ কোটি ডলার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭