ইনসাইড পলিটিক্স

বিএনপি হত্যাকারীদের দল: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/09/2021


Thumbnail

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ক্যান্টনমেন্টের দল বিএনপি বিলুপ্ত হওয়ার কথা ছিল। এটি হত্যাকারীদের দল। তাদের রাজনীতি করতে দেওয়ার কোনো সুযোগই ছিল না। তারা হত্যাকারী, তারা আসামি। আমি আবেদন করব জনগণ যেন তাদের প্রত্যাখ্যান করে। তারা ইতিহাসের আস্তাকুড়ে চলে যাবে।

আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট ও আওয়ামী শিল্পগোষ্ঠী আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

 শিল্পমন্ত্রী বলেন, ইনডেমনিটি আইন যেমন বাতিল করা হয়েছিল তেমনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) বাতিল করা দরকার ছিল।  বিরোধী দল বিএনপির আজ নির্বাচনে যাওয়ার সাহস নাই।

নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, আমরা আজ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি। যেখানে বঙ্গবন্ধু ছিলেন গণতান্ত্রিক নেতা। বিভ্রান্তকারী কোনো দলের সঙ্গে তিনি জড়িত ছিলেন না। তিনি কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি করতেন না। নির্বাচনের মাধ্যমেই প্রত্যেকটি নির্বাচন তিনি মোকাবিলা করেছেন। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনার সঙ্গে আমরা আছি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭