ইনসাইড গ্রাউন্ড

ফাইনালে ট্রফি স্পর্শ করতে চাই: জামাল ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/09/2021


Thumbnail

সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার জন্য আগামীকাল (২৮ সেপ্টেম্বর) দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সাফে খেলতে যাওয়ার আগে আজ (সোমবার) সংবাদ সম্মেলনের আয়োজন করে বাফুফে। সেই সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, ফাইনালের ট্রফি স্পর্শ করতে চান তিনি।  ১ অক্টোবর থেকে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত হবে এই চ্যাম্পিয়নশিপ। 

দেশ ছাড়ার আগে জামাল ভূঁইয়া জানান, মালদ্বীপে ভালো খেলাই হবে তাদের মূল লক্ষ্য। একই সাথে শিরোপা জয়ের জন্যই বাংলাদেশ দল মাঠে নামবে বলে জানান তিনি। জামাল ভূঁইয়া বলেন,  ‘আমরা মালদ্বীপে ভালো কিছু করতে চাই। নিজেদের সেরা ফুটবলটা খেলে ফাইনালে ট্রফি স্পর্শ করতে চাই।’ 

এদিকে, জাতীয় দলের নতুন কোচ অস্কার ব্রুজন চান ইতিবাচক শুরু। টুর্নামেন্ট এর প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে পারলে দলের জন্য ভালো হবে বলে অভিমত তার।

কোচ বলেন, ‘আমাদের প্রথম ম্যাচ শ্রীলংকার বিপক্ষে। ওই ম্যাচে বাংলাদেশ জয় দিয়ে শুরু করলে দারুণ এক সূচনা হবে।’ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭