নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: 04/10/2021
বিশ্বের বিভিন্ন অংশে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুকের সার্ভার ডাউন হয়েছে। সোমবার সন্ধ্যায় ব্যবহারকারীরা এই ডাউনের কথা জানান। আজ সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার পর থেকে এসব সোশ্যাল মিডিয়া সাইটে ঢোকা যাচ্ছে না। এ বিষয়ে ফেসবুক ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়েছে, ‘দুঃখিত, কিছু ভুল হয়েছে। আমরা এটি নিয়ে কাজ করছি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটি ঠিক করে নেব।’
ওয়েবসাইটগুলোর সার্ভারের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তথ্য প্রদানকারী ওয়েবসাইট ‘ডাউন ডিটেক্টর’-এ চলমান সমস্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে। সার্ভার ডাউনের কারণে এসব অ্যাপ একেবারেই বন্ধ রয়েছে। সামাজিক মাধ্যম বিশেষজ্ঞরাও টুইটে ফেসবুকের এ সমস্যার কথা জানান।
বাংলাদেশেও ব্যবহারকারীরা জানিয়েছেন মোবাইল, কম্পিউটার থেকে এসব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না। ব্যবহারকারীরা তাদের ফেসবুক পেজে প্রবেশের পর এরর বা ব্রাউজার কানেক্ট হচ্ছে না।
প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান
বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭