টেক ইনসাইড

বিক্রি হবে দেড় বিলিয়ন ফেসবুক ব্যাবহারকারীর ব্যাক্তিগত তথ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/10/2021


Thumbnail

১.৫ বিলিয়নেরও বেশি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য একটি জনপ্রিয় হ্যাকিং-সম্পর্কিত ফোরামে বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়া হয়েছে। যা দ্বারা সহজেই সাইবার অপরাধী এবং অসাধু বিজ্ঞাপনদাতারা বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।

চলতি বছর সেপ্টেম্বর মাসের শেষ দিকে, একটি জনপ্রিয় হ্যাকিং বিষয়ক ফোরামের এক হ্যাকার দেড় বিলিয়নেরও বেশি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য রাখার দাবি করে তা বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়। আগ্রহী ক্রেতাদের পুরো দেড় মিলিয়ন ব্যাবহারকারীর তথ্য কিংবা চাইলে স্বল্প পরিমাণে তথ্য কেনারও সুযোগ রয়েছে।

বিজ্ঞাপনদাতা ব্যাবহারকারীদের নাম, ইমেইল, লোকেশন, ফোন নাম্বার, জেন্ডার ও ইউজার আইডির মতো তথ্যগুলো বিক্রির কথা জানায়। যেখানে দেখা যায়, একজন আগ্রহী ক্রেতাকে ১ মিলিয়ন ব্যাবহারকারীর তথ্যের জন্য ৫ হাজার ডলার দাম বলতে দেখা যায়।

ধারনা করা হচ্ছে এ বিষয়টি সত্যি হলে এটিই হতে পারে এযাবৎকালের সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য ফেসবুকের তথ্য চুরির ঘটনা হতে।

যদিও এর সাথে বছরের শুরুতে আলোচিত ৫০০ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর তথ্য চুরির ঘটনার কোনো যোগসূত্র নেই বলে ধারনা করা হচ্ছে ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭