লিট ইনসাইড

চে’র মৃত্যু নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/10/2021


Thumbnail

তোমার হত্যার প্রতিশোধ আজও নিতে পারিনি চে
অথচ কোমল কৈশোরেই প্রতিশোধ চেয়ে
ঘর ছেড়েছিলাম নিষিদ্ধ অস্ত্র হাতে গোপন গেরিলা
বন-বাদাড়, ঝোপ-ঝাড়, হাওর-বাঁওড় নদী ও পাথার, বালুচর
কৃষকের কুঁড়েঘর, শ্রমিক-বস্তিতে কত না ওঁত পেতে থেকেছি
ট্রিগারে নেচে উঠেছে বিক্ষুব্ধ আঙুল
তোমার ঘৃণ্য হত্যাকারীর ওপর অকস্মাৎ ঝাঁপিয়ে পড়তে
চোখে বলিভিয়ার জঙ্গল, পাহাড়ি গিরিখাত, স্রোতস্বিনী
কালমিনা খামার, অস্ত্রশস্ত্র-গোলাবারুদ দাস ক্যাপিটাল
লোরকার কবিতা হাতে কতদিন নিজেকে ভেবেছি চে গুয়েভারা।

হিগেরের ঝোড়ে গুলিবিদ্ধ আহত বন্দি
স্কুলের চালাঘরে হাতবাঁধা রক্তাক্ত
তবুও তুমি যখন তরুণ শিক্ষিকাকে উদ্ভাসিত করছিলে জ্ঞানের আলোকে
ঠিক তখনি ঘাতকের নয়টি বুলেট ঝাঁঝরা করে দিল তোমাকে
(এত ভয় ছিল তোমাকে ওদের)! সেই চিত্রকল্প কত দিন কত রাত
নির্ঘুম অস্থির যন্ত্রণায় পৃথিবীর সবচে নিষ্ঠুর প্রতিশোধপরায়ণ করে তুলেছে
অথচ চে, আজও আমি প্রতিশোধ নিতে পারিনি!
আজও তোমার হত্যাকারীরা ক্ষুধা দারিদ্র্য শোষণ নিপীড়নের বিরুদ্ধে লড়াকু
অনুসারীদের নির্মমভাবে হত্যা করছে পৃথিবীর সব দেশে
ধর্ম বর্ণ গোত্র শক্তি দম্ভ আধিপত্য আর সভ্যতার কূটচালে।

আমি এখনো মনে প্রাণে তোমার পথকেই একমাত্র পথ মনে করি চে
একমাত্র সশস্ত্র বিপ্লব, সুষম বণ্টন এনে দিতে পারে গরীবের মুক্তি
সেই নিরন্তর গভীর পরিচর্চায় সাংস্কৃতিক উত্তরণ
আর যা কিছু মধুবিষ, জ্যোৎস্নার প্রলেপে অমাবস্যা, সভ্যতার সফেদ
কফিনে মোড়ানো মানবতার নষ্ট লাশ
নিরাময়হীন ব্যাধিতে অসুস্থ করে তুলছে বিশ্বায়ন!

চে, এখনো লালপতাকা হাতে
তোমারই মতো বীরদর্পে হেঁটে যেতে চাই-
তোমারই শেষ বাণী উচ্চকিত করি- ‘বিপ্লবের মৃত্যু নেই’।

তোমার হত্যার প্রতিশোধ নিতে পারিনি চে-
আমরা কোনো লেনিন পাইনি
আমাদের কোনো ক্যাস্ত্রো নেই, আমাদের কোনো গোর্কী নেই
আমাদের সবই ইউসেবি আর চিঙ্গালো, লিন পিয়াও কিংবা
মীর জাফর বা উমিচাঁদ- বারবার স্বপ্ন ভঙ্গের বেদনা নিয়ে
তবু নতুন স্বপ্নের বীজ বুনি মনে
প্রতিদিন প্রতিশোধ-স্পৃহা জ্বলে ওঠে হৃদয়ে
প্রতিশোধ একদিন হবেই, কেউ না কেউ তো আসবেই...



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭