ইনসাইড বাংলাদেশ

চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/10/2021


Thumbnail

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম এর চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৯ অক্টোবর। চাকরির মেয়াদ শেষ হওয়ার পর তিনি আরও এক বছরের চুক্তিতে যাচ্ছেন বলে জানা গেছে। মো: শফিকুল ইসলাম সততা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং আরো একবছর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থের জন্য হিতকর হবে। এই বিবেচনায় তাঁর চুক্তি ভিত্তিক নিয়োগের প্রস্তাব এখন চূড়ান্ত অনুমোদনের পর্যায়ে রয়েছে, যেকোনো সময়ই তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হতে পারে বলে জানা গেছে। 

উল্লেখ্য, যে মো: শফিকুল ইসলাম ১৩ সেপ্টেম্বর ২০১৯ সালে ঢাকার পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এই সময় তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সরকারের নীতিনির্ধারকরা বলছেন যে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সবচেয়ে বেশি সরকারের কাছে প্রশংসিত হয়েছেন তার সততা এবং নিষ্ঠার নিয়ে। সততার দিক দিয়ে থেকে তিনি একজন অনুকরণীয় সরকারি কর্মকর্তা বলে সরকারের একাধিক নীতিনির্ধারক বাংলা ইনসাইডারকে কে বলেছেন। অবশ্য সরকারের আরেকটি সূত্র বলছে যে এই সময়ে ঢাকার পুলিশ কমিশনার হওয়া নিয়ে দৌড়ে বেশ কয়েকজন নাম এসেছে এবং এ নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। এই নানারকম মত থাকার কারণে এ নিয়ে যেন জটিলতা তৈরি না হয় সেজন্যই মো: শফিকুল ইসলামকে আরো এক বছরের জন্য নিয়োগ করার প্রস্তাব করা হয়েছে। অন্য একটি সূত্র দাবি করছে যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনা নিয়ে নানামুখী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নতুন করে সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। তাছাড়া বিএনপি-জামাত নতুন করে আন্দোলনের ঘোষণা দিয়েছে। এরকম একটি পরিস্থিতিতে এই মুহূর্তে দ্রুত পুলিশ কমিশনারের বদলটি তেমন যৌক্তিক নয় বলেই সরকারের একাধিক নীতিনির্ধারক জানিয়েছে।  

সরকারের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা বলেছেন যে, ঢাকার পুলিশ কমিশনার হিসেবে মো: শফিকুল ইসলাম একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। দুই বছরে তিনি দায়িত্বশীলতা এবং সততার পরিচয় দিয়েছেন আর এই কারণেই সরকার মনে করছে যে তার সেবাটা আরো একবছর নেয়া দরকার। এই সংক্রান্ত প্রস্তাবনাটি প্রধানমন্ত্রীর অনুমোদন দিলেই মো: শফিকুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এর ফলে ঢাকার নুতন পুলিশ কমিশনার নিয়ে যে জল্পনা-কল্পনা চলছিলো তাঁর অবসান হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭