ওয়ার্ল্ড ইনসাইড

অস্ট্রেলিয়ায় বাংলাদেশে জঙ্গি হামলার পরিকল্পনাকারীর কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/10/2021


Thumbnail

জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে নওরোজ আমিন (৩০) নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিককে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। অভিযুক্ত নওরোজ রায়েদ আমিনকে ৫ বছর ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির নিউ সাউথ ওয়েলসের সুপ্রিম কোর্ট।

গতকাল সোমবার (১১ অক্টোবর) তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এবিসি নিউজ। 

২০১৬ সালে বাংলাদেশে ফেরার চেষ্টার সময় নওরোজ আমিনকে আটক করার তথ্য জানায় অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ। তখন তার লাগেজে তল্লাশি চালিয়ে সন্দেহজনক জিনিসপত্র পাওয়া যায় বলেও অস্ট্রেলিয়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

পুলিশ জানায়, নওরোজ আমিনের স্যুটকেসে ইসলামিক স্টেট (আইএস) প্রকাশিত সাময়িকী এবং সন্ত্রাস সম্পর্কিত তথ্য সংবলিত ইউএসবি ড্রাইভ পাওয়া যায়। পরে বিদেশি রাষ্ট্রের সীমানায় গিয়ে উগ্রবাদ কাজে লিপ্ত হওয়াসহ তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনে অস্ট্রেলিয়ার পুলিশ।

নওরোজ আমিন সন্ত্রাসী কাজে যোগ দেয়ার পরিকল্পনা এবং কাস্টমস আইন ভঙ্গের দায় স্বীকার করেছেন বলেও জানায় তারা।

অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, নওরোজ আমিনক অস্ট্রেলিয়ার ইঙ্গেলবার্নে বসবাস করছিলেন। পরে হিংসাত্মক উগ্রবাদে লিপ্ত হতে বাংলাদেশে ফেরার চেষ্টা করেন তিনি। ওই ঘটনার পর ২০১৭ সালের অক্টোবর মাসে নওরোজ আমিনের স্ত্রী সাদিয়া আমিনকে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতারের পর র‍্যাব জানিয়েছিল, সাদিয়া আমিন নিষিদ্ধ জঙ্গী গোষ্ঠী জামাতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য। নওরোজ আমিনই তাকে জঙ্গীবাদে দীক্ষা দেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭