টেক ইনসাইড

ইরানি হ্যাকারদের আক্রমনের শিকার মার্কিন ও ইসরায়েলি কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/10/2021


Thumbnail

ইরানের হ্যাকাররা ২৫০টির বেশি মার্কিন এবং ইসরায়েলি প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি সফলভাবে হ্যাক করেছে। গত সোমবার (১১ অক্টোবর) মাইক্রোসফট থ্রেট ইন্টিলিজেন্স সেন্টার (এমএসটিআইসি) এ কথা জানিয়েছে। 

তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েলি সরকারের সঙ্গে সম্পৃক্ত ২৫০টির বেশি মাইক্রোসফট অফিস ৩৬৫ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এক্সটেনসিভ পাসওয়ার্ড স্প্রেয়িংয়ের মাধ্যমে এই হ্যাক করা হয় বলে জানায় মাইক্রোসফট।

এছাড়াও পারস্য উপসাগরে চলাচলকারী এবং বৈশ্বিক সামুদ্রিক পরিবহন কোম্পানিগুলোকেও টার্গেট করা হয়। এসব কোম্পানি মধ্যপ্রাচ্যে ব্যবসা করে। মাইক্রোসফট বলছে, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় স্বার্থের প্রতি সমর্থন জানাতেই হয়ত’ এই হ্যাক করা হয়েছে।

যেসব প্রতিরক্ষা কোম্পানি হ্যাকিংয়ের শিকার হয়েছে, সেগুলো যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েলি সরকারের হয়ে কাজ করে। এই প্রতিরক্ষা কোম্পানিগুলো মিলিটারি-গ্রেড রাডার, ড্রোন টেকনোলজি, স্যাটেলাইট সিস্টেম এবং ইমার্জেন্সি রেসপন্স কমিউনিকেশন সিস্টেম তৈরি করে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭