ইনসাইড পলিটিক্স

৩০ ডিসেম্বরের মধ্যে তৃণমূলের কমিটি গঠনের নির্দেশ বিএনপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/10/2021


Thumbnail

আগামী ৩০ ডিসেম্বরের মধ্যেই বিএনপির সব পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময়ের মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলা, থানা, পৌর, ইউনিয়নসহ সব কমিটি গঠন করতে হবে।

গঠনতন্ত্র অনুযায়ী এসব কমিটি গঠনের ক্ষেত্রে `এক নেতা এক পদ` কার্যকরেরও নির্দেশ দেওয়া হয়েছে। আর এই সময়ের মধ্যে দায়িত্বপ্রাপ্তদের কেউ কমিটি গঠনে ব্যর্থ হলে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে এই নির্দেশ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানা গেছে, বিকেলে শুরু হওয়া এই বৈঠক চলে রাত পর্যন্ত। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের বেশির ভাগ সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা অংশ নেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী দুই সপ্তাহের মধ্যে সব জেলা সফর করবেন সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা। জেলার নেতাদের নিয়ে বৈঠক করে সব ইউনিটের কমিটি গঠনের তারিখ নির্ধারণ করা হবে। এছাড়া কমিটি গঠনের জন্য একটি `ওয়ার্কশিট` তৈরি করতে বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যেখানে কমিটি গঠনের সব কর্মকাণ্ডের বিস্তারিত বর্ণনা থাকবে। ২০ অক্টোবরের মধ্যে এই `ওয়ার্কশিট` হাইকমান্ডের কাছে জমা দিতে হবে। ইউনিট কমিটি তদারকির জন্য জেলা নেতাদের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭