ইনসাইড পলিটিক্স

বেগম জিয়ার কিডনি জটিলতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/10/2021


Thumbnail

কিডনি জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বেগম খালেদা জিয়াকে। বর্তমানে তার চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার প্রধান তিনটি সমস্যা নিয়ে তার চিকিৎসকরা খুবই উদ্বিগ্ন। 

আর্থ্রাইটিস সমস্যা: খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস রোগে ভুগছেন এবং চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা বলছেন, খালেদা জিয়ার এ সমস্যাটি পুরনো এবং আগের চেয়ে সমস্যাটি বেড়েছে। 

কিডনি সমস্যা: খালেদা জিয়ার দ্বিতীয় সমস্যাটি নিয়ে চিকিৎসকরা সবচেয়ে বেশি শঙ্কায় ভুগছেন। তা হলো তার কিডনির জটিলতা বেড়েছে। খালেদা জিয়ার কিডনির সমস্যায় খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ভুগছেন। কিডনির ক্রিয়েটিনিন কয়েকদিন ধরেই বর্ডার লাইন ক্রস করছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।তারা বলছেন, খালেদা জিয়ার ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। তারা এ কারণে শঙ্কিত যে, যদি খালেদা জিয়ার রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা আরো বেড়ে যায়, তাহলে খালেদা জিয়াকে ডায়ালাইসিস দেওয়ার প্রয়োজনও হতে পারে। 

এ ছাড়াও খালেদা জিয়ার হৃদরোগ, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বেশ কিছু সমস্যা রয়েছে বলে জানা গেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭