ইনসাইড গ্রাউন্ড

আইপিএলে সাকিবের প্রস্তুতিতে খুশি বিসিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/10/2021


Thumbnail

আইপিএলে দলের হয়ে এলিমিনেটর ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) জিতিয়ে মাঠ ছেড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সেটাই এবারের আইপিএলে তার শেষ ম্যাচ হওয়ার কথা।

তবে কোয়ালিফায়ার ও ফাইনালের জন্যেও অভিজ্ঞ এ তারকার সার্ভিস চাইছে তার দল। বিসিবি অবশ্য জানিয়েছে দলের সেরা ক্রিকেটারের ওয়ার্কলোডের দিকে নজর আছে তাদের। সাকিবকে নিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের পর বিসিবি তাদের সিদ্ধান্ত নেবে বলে জানান প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

ক্রিকেট সাইট ক্রিকবাজকে তিনি মঙ্গলবার রাতে বলেন, ‘আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের পর আমরা সাকিবকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। অনেক কিছুই খেয়াল রাখতে হবে যে তার দল যদি ফাইনাল খেলে ও সে যদি ফাইনালে খেলে, তাহলে বিশ্বকাপের আগে কতটুকু বিশ্রাম সে পাচ্ছে। আমরা পুরো বিষয়টি নিয়ে পর্যাপ্ত তথ্য জানার চেষ্টা করছি।’

বিশ্বকাপের আগে ম্যাচে আছেন সাকিব, সেটাকে ভালো দিক উল্লেখ করে নিজামউদ্দিন বলেন, ‘সাকিব আইপিএলের প্রতিযোগিতামূলক ক্রিকেটে আছে। প্রস্তুতি ম্যাচের চেয়ে সেগুলো অনেকটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭