ইনসাইড গ্রাউন্ড

তাকে বলে দিও তার জন্য আমার কোনো সম্মান নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/10/2021


Thumbnail

টি-টোয়েন্টি ক্রিকেটের বাদশাহ বলা হয় গেইলকে। এমনকি এই ফরম্যাটের সেরা ব্যাটসম্যানও মনে করা হয় তাকে। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার বিশালদেহী এই ওয়েস্ট ইন্ডিয়ান বাইশ গজে বড়ই নির্দয়। বিশাল সব ছয়ে প্রায়ই বল উপড়ে ফেলেন স্টেডিয়ামের বাইরে। নিজেকে নিজেই বলে থাকেন ‘দ্য ইউনিভার্স বস’। এবারের বিশ্বকাপের দলেও আছেন মারকুটে এই খেলোয়াড়।  সাবেক ক্যারিবীয়ান তারকা কার্টলি অ্যামব্রোস সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, গেইলকে অটো চয়েজ মনে করেন না তিনি। তাতেই চটেছেন গেইল। ৪২ বছর বয়সী এই তারকা হাজির হয়েছিলেন সেইন্ট কিটসের একটি রেডিও প্রোগ্রামে। সেখানে সাফ জানিয়েছেন, অ্যামব্রোসের প্রতি তার আর কোনো সম্মান নেই।

তিনি বলেছেন, ‘আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলতে পারি, আপনি তাকে জানিয়ে দেবেন। ক্রিস গেইল, দ্য ইউনিভার্স বসের কার্টলি অ্যামব্রোসের প্রতি আর কোনো সম্মান নেই। আমি তাকে অনেক সম্মান করতাম যখন প্রথম ওয়েস্ট ইন্ডিজ দলে এসেছিলাম। আমি মাত্রই দলে যোগ দেই যখন, তার দিকে তাকিয়ে থাকতাম। কিন্তু আমি এখন আমার হৃদয় থেকে বলছি। আমি জানি না কেন, সে অবসরের পর থেকেই আমার বিরুদ্ধে কথা বলে।’

আলোচনায় থাকতেই এমনটা করেন অ্যামব্রোস, মনে করেন গেইল, ‘সে সংবাদ মাধ্যমের কাছে যে নেতিবাচক কথা বলে। আমি জানি সে আলোচনায় থাকতে করে নাকি, কিন্তু সে মনোযোগে থাকে। তাই আমি তার সম্পর্কে কথা বলে তাকে ওই আলোচনায় থাকা ফিরিয়ে দিলাম, যেটা তার দরকার।’ এই বিশ্বকাপ নিয়ে গেইল বলেছেন, ‘আমরা দুইবার বিশ্বকাপ জিতেছি। এবার তৃতীয়বার জেতার জন্য যাচ্ছি। দল দেখতে পাচ্ছে কী হচ্ছে। এটা দলের মধ্যে প্রভাব ফেলবে। যদি সাবেক ক্রিকেটাররা নেতিবাচক থাকে। আমি ক্রিস গেইল, দ্য ইউনিভার্স বস তাদের প্রতি কোনো সম্মান দেখাবো না।’

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭