ইনসাইড গ্রাউন্ড

চতুর্থবার ফাইনালের একমাত্র লক্ষ্য নিয়ে জামালদের ম্যাচ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/10/2021


Thumbnail

বাংলাদেশ আজ তিন পয়েন্ট পেলে চতুর্থবারের মতো দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফের ফাইনাল খেলা হবে। নেপাল বাংলাদেশের চেয়ে এক পয়েন্ট এগিয়ে থাকায় তাদের ড্র করলেই হবে। তবে বাংলাদেশের কোচ অস্কার ব্রুজন অবশ্য নেপালের চেয়ে নিজেদের অবস্থান স্পষ্ট দেখছেন, ‘তারা এক পয়েন্ট না তিন পয়েন্টের জন্য খেলবে। এনিয়ে কিছুটা দ্বিধায় থাকবে। আমাদের লক্ষ্য পরিষ্কার, জিততেই হবে।’

বাংলাদেশের প্রয়োজন জয় আর নেপালে ড্র। এমন সমীকরণে আজ বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হবে বাংলাদেশ-নেপাল ম্যাচটি। সাম্প্রতিক সময়ে নেপালের বিরুদ্ধে বাংলাদেশের ফলাফল হতাশার হলেও কোচ অস্কার ব্রুজন আশা দেখালেন ম্যাচের আগের দিন। তিনি বলেন, ‘আগে কি ঘটেছে সেটা আমি জানতে চাই না। আমরা আগামীকাল তিন পয়েন্টের জন্য লড়ব। নিজেদের খেলাটা খেলে তিন পয়েন্ট নিয়ে ফাইনাল খেলব। আগামীকাল অন্য এক বাংলাদেশ দেখবেন।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭