ওয়ার্ল্ড ইনসাইড

বিদ্রোহীদের সঙ্গে তুমুল সংঘর্ষে মিয়ানমারের ৩০ সেনা নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/10/2021


Thumbnail

বিদ্রোহী বাহিনীর প্রতিরোধের মুখে মিয়ানমারের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় প্রতিদিনই সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর বের হয়ে আসছে। এর মাঝে মান্দালাই শহরের কাছে বিদ্রোহীদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত ৩০ সেনা সদস্য নিহত হওয়ার খবর বের হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) সকালে দেশটির সাগাইং অঞ্চলে হওয়া সংঘর্ষে এই ঘটনা ঘটে।

মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী প্রতিরোধ যোদ্ধাদের গ্রুপ পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সদস্যদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, সাগাইং অঞ্চলের মান্দালাই শহরের ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ইরাবতী নদীর তীরে অবস্থিত সাগাইং অঞ্চলে মিয়ানমারের সামরিক বাহিনী অভিযান শুরু করার পর প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এতে ৩০ জন বার্মিজ সেনা নিহত হয়েছেন।

পিডিএফের একজন মুখপাত্র জানিয়েছেন, “সোমবার সকালে হওয়া এই সংঘর্ষের সময় পেল শহরের বাইরে মিয়ানমারের সামরিক বাহিনীর কনভয় ল্যান্ডমাইনের কবলে পড়ে। এসময় একজন কমান্ডারসহ সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত হন।”

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭