ইনসাইড গ্রাউন্ড

ফাইনালে যেতে কলকাতার দরকার ১৩৬ রান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/10/2021


Thumbnail

শেষ ওভারে শিবম মাভি ১৫ রান দেওয়াতে দিল্লির স্কোর এক লাফে ১২০ থেকে ১৩৫ রানে পৌঁছে যায়। ২৭ বলে ৩০ রান করে অপরাজিত থাকলেন শ্রেয়াস আইয়ার। শিখরের ৩৬ আর আইয়ারের ৩০ বাদ দিলে টিমের বাকিরা কেউ ২০-র গণ্ডিই টপকাতে পারেননি। ২ উইকেট নিয়েছেন বরুণ এবং ১টি করে উইকেট নিয়েছেন লকি ফার্গুসন এবং শিবম মাভি। ফাইনালে যেতে হলে কলকাতাকে ১৩৬ রান করতে হবে। লক্ষ্যটা খুব কঠিন, এমনটা নয়। 

এর আগে টসে জিতে ফিল্ডিং-নিইয়েছেন নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান। পন্তও টসে জিতলে বোলিং নিতেন বলেই জানিয়েছিলেন। কারণ, রান তাড়া করে নাইট রাইডার্স জয় পাচ্ছে। শারজাতেও রান তাড়া করেই তারা জয় পেয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭