ওয়ার্ল্ড ইনসাইড

হাসপাতালে ভর্তি মনমোহন সিং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/10/2021


Thumbnail

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার (১৩ অক্টোবর) স্থানীয় সময়  সন্ধ্যায় তাকে দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে’ (এইমস) ভর্তি করা হয় বলে জানিয়েছে এনডিটিভি। 

এনডিটিভি জানায় , জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মনমোহন সিং। ৮৮ বছর বয়সী এ কংগ্রেস নেতা চলতি বছর করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।  

অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) যোগাযোগবিষয়ক ভারপ্রাপ্ত সেক্রেটারি প্রণব ঝা টুইটারে বলেছেন, মনমোহন সিংয়ের শারীরিক অবস্থা নিয়ে কিছু গুজব ছড়িয়েছে। তিনি স্থিতিশীল আছেন। তার নিয়মিত চিকিৎসা চলছে। তার সম্পর্কে যেকোনো ধরনের হালনাগাদ তথ্য আমরা সবাইকে জানিয়ে দেব।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭