ইনসাইড গ্রাউন্ড

আইপিএলে নতুন দলের ক্যাপ্টেন হতে ইচ্ছুক ওয়ার্নার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/10/2021


Thumbnail

সানরাইজার্স হায়দরাবাদ তো বটেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সেরা ব্যাটম্যানদের তালিকাতেও থাকবেন ডেভিড ওয়ার্নার। অধিনায়ক হিসেবেও হায়দরাবাদকে সাফল্য এনে দিয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই ওপেনার। ২০১৬ সালে ওয়ার্নারের ক্যাপ্টেন্সিতেই আইপিএল জিতেছিল হায়দরাবাদ। গত মৌসুম থেকে টিমের হাল খারাপ। ওয়ার্নার তাও রান পেয়েছিলেন গতবার। কিন্তু এবার কার্যত রানই পাননি অজি ব্যাটসম্যান। সেই কারণেই সাফল্য পায়নি হায়দরাবাদ। মাঝপথে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয়েছিল। পরে টিম থেকেও বাদ পড়েন।

আইপিএলের এবারের আসরেও দলটির অধিনায়ক হিসেবে ছিলেন ওয়ার্নার। তবে দল হিসেবে শুরুটা ভালো করতে না পারায় অধিনায়কত্ব হারান তিনি। এ প্রসঙ্গে ওয়ার্নার বলেন, ‘আমি কি কারণে হায়দরাবাদের অধিনায়কত্ব হারিয়েছি সেটার ব্যাখ্যা জানি না।’

যার কারণেই সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করে ফেলেছেন তিনি। আর তা নিয়ে ডেভিড ওয়ার্নারের অভিযোগ থেকে অভিমান সবই রয়েছে। অজি ক্রিকেটার এরই মধ্যে আগামী আইপিএল নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন। পরের মৌসুমে নতুন কোনও টিমে যে তিনি যাবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। একই সঙ্গে নতুন ফ্র্যাঞ্চাইজির মালিকরা তাকে ক্যাপ্টেনও করতে চাইছেন।

সেই ওয়ার্নারই বলছেন, আগামী মৌসুমে আইপিএলে দুইটি নতুন টিম আসছে। কারা টিম দুইটি কিনছে, তা অবশ্য এখনও ঠিক হয়নি। প্রশ্ন হল, এই রকম কোনও ফ্র্যাঞ্চাইজি যদি আমাকে ক্যাপ্টেন্সি দিতে চায়, রাজি হব আমি? এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে, আমি ভীষণভাবে ক্যাপ্টেন্সি পছন্দ করি, উপভোগ করি। ক্যাপ্টেন হিসেবে মাঠে যখন নামি, তখন কিন্তু বেশিমাত্রায় ভালো খেলি। অনেক বেশি দায়িত্ব নিই।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭