ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশের নারী ফুটবলারকে নিয়ে বই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/10/2021


Thumbnail

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় মারিয়া মান্দাকে নিয়ে বই প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের নিয়মিত মুখ তিনি। অনেক ত্যাগ, কস্টের পর আজকের এই অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। 

মারিয়া মান্ডার জীবনসংগ্রাম, সফলতা এবং পথচলা নিয়ে `মারিয়া মান্দা, গারো নারী ফুটবলের পথিকৃৎ` নামে বইটি লিখেছেন লেখক ধীরেশ চিরান। এই বইয়ে সংগ্রামী মান্দার শৈশব,কৈশর ও ফুটবলের সঙ্গে যুক্ত হওয়া সহ পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা এবং প্রতিকূলতা কাটিয়ে সম্মুখপানে অগ্রসর হওয়ার গল্প জানা যাবে। বইটি থক বিরিম প্রকাশনী হতে প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য যে, মারিয়া মান্দা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বসুন্ধরা কিংসের হয়ে খেলেন। বসুন্ধরা দলকে শিরোপা জেতানোর পিছনে মারিয়ার ভূমিকা ছিল অন্যতম। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭