ইনসাইড গ্রাউন্ড

ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ মালিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/10/2021


Thumbnail

ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে নর্দার্ন পাকিস্তানের দলের ব্যাটার জিসান মালিককে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিজেদের অ্যান্টি করাপশন কোডের অধীনে এ সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

চলতি ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে নর্দার্নের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন ২৪ বছর বয়সী মালিক। যেখানে ২৪.৬০ গড়ে তার সংগ্রহ ১২৩ রান। সেমিফাইনালে বাদ পড়া দলটির পক্ষে ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।

পিসিবির নীতিমালার ৪.৭.১ অনুচ্ছেদের অধীনে তদন্ত শুরু করা হয়েছে মালিকের বিরুদ্ধে। এই অনুচ্ছেদে ক্রিকেটে দুর্নীতিসহ বেশ কয়েকটি অপরাধের কথা উল্লেখ করা রয়েছে।

মালিকের বিরুদ্ধে আনা নির্দিষ্ট অভিযোগের কথা উল্লেখ করেনি পিসিবি। তবে তদন্ত চলাকালীন সময়ে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে থাকতে হবে মালিককে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭