ইনসাইড গ্রাউন্ড

পাকিস্তানকে এগিয়ে রাখবে আরব আমিরাতের কন্ডিশন: বাবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/10/2021


Thumbnail

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল পাকিস্তান। আরব আমিরাতের চেনা কন্ডিশন আর উইকেট বাবর আজমের দলের জন্য বাড়তি পাওয়া। এই সুযোগ কাজে লাগিয়ে সাফল্য পাবে পাকিস্তান এমনটাই মনে করেন এই অধিনায়ক।

বেশ কয়েক বছর ধরেই আরব আমিরাতের মাটিতে নিয়মিত ক্রিকেট খেলছে পাকিস্তান। বাবরদের কাছে অনেকটা ঘরের মাঠের মতোই এখানকার উইকেট। আর এই সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছে পাকিস্তান দল।

বাবার বলেন, ‘গত তিন-চার বছর ধরে আমরা আরব আমিরাতে নিয়মিত খেলেছি এবং কন্ডিশনের সঙ্গে ভালোভাবে পরিচিত। এখানের উইকেট সম্পর্কে আমাদের ধারণা আছে এবং এমরা জানি কিভাবে ব্যাট করতে হয়।’

তিনি আরও বলেন, ‘ঘরোয়া আসরে ভালো পারফর্ম করে সবাই দলে এসেছে। দলে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়ার আছে যারা আগেও বিশ্বকাপে খেলেছে, আমরা তাদের কাছ থেকে শিখছি। দলে সাত-আটজন খেলোয়াড় আছে যারা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিল।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের শুরুটা হবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। স্বাভাবিকভাবেই এই ম্যাচে বাড়তি উত্তাপ থাকবে। তবে চাপ সামলে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী পাকিস্তান অধিনায়ক।

এ প্রসঙ্গে বাবর বলেন, ‘প্রতিটি ম্যাচেই চাপ থাকবে বিশেষ করে প্রথম ম্যাচে তবে সে সম্পর্কে আমাদের ধারণা আছে। আশা করি আমরা জয় দিয়েই শুরু করব এবং তা ধরে রাখতে পারব।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭