ইনসাইড হেলথ

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে মৃত্যু ৬ জনের 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/10/2021


Thumbnail

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ ‍অক্টোবর) সকাল নয়টা থেকে শুক্রবার সকাল নয়টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, করোনা সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নওগাঁর একজন মারা গেছেন। আর উপসর্গ নিয়ে পাবনার তিনজন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে মারা গেছেন। মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন পুরুষ এবং দুজন নারী।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে চারজনের। এ ছাড়া নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) একজন এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭