ওয়ার্ল্ড ইনসাইড

ইয়েমেনে সৌদি জোটের হামলা, নিহত ১৬০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/10/2021


Thumbnail

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় ইয়েমেনের পূর্বাঞ্চলের মারিব প্রদেশে বিদ্রোহী গোষ্ঠী হুথির অন্তত ১৬০ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৬ অক্টোবর) সৌদি জোটের এক বিবৃতিতে এই প্রাণহানির খবর জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মারিবের আবদিয়া জেলায় জোটের বিমান হামলায় ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ১৬০ সদস্য নিহত হয়েছেন। এছাড়া অভিযানে হুথিদের ১১টি সামরিক যান ধ্বংস করা হয়েছে।

গত এক সপ্তাহ ধরে ইয়েমেনের এই প্রদেশে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। গত সপ্তাহে মারিবে সৌদি জোটের বিমান হামলায় ৪০০ জনের বেশি হুথি সদস্যের প্রাণহানি ঘটে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭