ওয়ার্ল্ড ইনসাইড

সিরিয়ায় নতুন সামরিক অভিযানের হুমকি দিলেন এরদোগান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/10/2021


Thumbnail

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান প্রতিবেশী সিরিয়ায় কুর্দি গেরিলাদের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন।

ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার উত্তরাঞ্চলে মোতায়েন তুরস্কের স্পেশাল পুলিশের দুই সদস্য নিহত হওয়ার পর এরদোগান এই হুমকি দিলেন। হামলার জন্য তুর্কি কর্তৃপক্ষ সিরিয়ার কুর্দি গেরিলাদের দোষারোপ করেছে।

এরদোগান বলেন, “সিরিয়ার কিছু অঞ্চল থেকে আমাদের দেশের ওপর হামলা চালানো হচ্ছে। এতে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এসব এলাকা থেকে তুরস্কের জন্য যে হুমকি সৃষ্টি হচ্ছে তা নস্যাৎ করে দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ।”

চলতি সপ্তাহের গোড়ার দিকে আলেপ্পো প্রদেশের তেল রিফাত শহরে ওই হামলা হয়। আঙ্কারা বলছে, গত রোববার তেল রিফাত শহরে তৎপর মার্কিন সমর্থিত কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিটের গেরিলারা গাইডেড ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালায়। এতে দুই পুলিশ কর্মকর্তা নিহত ও দুজন আহত হয়।

এরদোগানের হুমকির আগেই তুরস্কের দুই কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ায় কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় তুর্কি সামরিক বাহিনী অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭