ইনসাইড গ্রাউন্ড

পাকিস্তান ম্যাচটা ছেড়ে দিলেই পারে: হরভজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/10/2021


Thumbnail

মুখোমুখি লড়াইয়ে ভারতের চেয়ে এখনো এগিয়ে পাকিস্তান। কিন্তু বিশ্বকাপ এলেই সে পরিসংখ্যান পালাই পালাই করে। এ নিয়ে বিশ্বকাপে তো কম দেখা হয়নি দুই দলের। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে মোট ১২ বার। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে বোল আউটে হারার আগে টাই করতে পেরেছিল পাকিস্তান। বিশ্বমঞ্চে ভারতের সঙ্গে পাকিস্তানের সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স হিসেবে সে ম্যাচের কথাই বলতে হয়।

২৪ অক্টোবর আবার বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ২৪ অক্টোবর ক্রিকেটের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি দেখার অপেক্ষায় আছে ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত আর পাকিস্তান। রাজনৈতিক শত্রুতার কারণে এক দশক ধরে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। আইসিসির ইভেন্ট ছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ হয় না। তাই ২৪ অক্টোবরের জন্য এত অপেক্ষা।

দুবাইয়ে সুপার টুয়েলভের সে ম্যাচের আগে পাকিস্তানকে গোনায় ধরছেন না ভারতের কেউই। হরভজন সিং যেমন বন্ধু শোয়েব আখতারকে খোঁচা মেরে বলছেন, ম্যাচ খেলার দরকার নেই। আগেই হার মেনে নিলেই পারে পাকিস্তান! এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে আবার শুরু হয়েছে ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টসের বহুল আলোচিত ও সমালোচিত `মওকা` `মওকা` বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপন দেখানো উপলক্ষেই শোয়েব আখতারকে খোঁচা মেরেছেন হরভজন। স্টার স্পোর্টসকে তিনি বলেছেন, `আমি তো শোয়েব আখতারকে বলেছি, আমাদের সঙ্গে খেলার কোনো মানে আছে? ম্যাচটা ছেড়ে দিলেই পারেন।` এবার দেখার, এর পাল্টা জবাব কী আসে।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭