ওয়ার্ল্ড ইনসাইড

ফ্যাসিবাদের বিরুদ্ধে ইতালিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/10/2021


Thumbnail

ফ্যাসিবাদের বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভ দেখা গেল ইতালির রাজধানী রোমে। গতকাল শনিবার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই বিক্ষোভ হয়। ‘নেভার এগেইন ফ্যাসিজম’ এই স্লোগানে দেশটির রাজধানীর মূল চত্বর এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান নেন কমপক্ষে ৫০ হাজার মানুষ।

শ্রমিকদের পক্ষে এতে যোগ দেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে এবং পররাষ্ট্রমন্ত্রী লুইগি দি মায়ো। কর্মক্ষেত্রে যোগদানের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক এবং গ্রিনপাসের বিরুদ্ধেও জোরালো স্লোগান দেন ক্ষুব্ধ শ্রমিকরা।

তারা বলছেন, এর মাধ্যমে নাগরিক অধিকার হরণ করছে সরকার। গেল সপ্তাহেই শ্রমিক ইউনিয়নের সদর দফতরে ভাঙচুর চালায় কট্টর ডানপন্থীরা। সরকার বিরোধী অবস্থান নেয়ায় তাদের হুমকি-হুঁশিয়ারিও দেয়। তারই প্রতিক্রিয়ায় ছিল রোমের বিশাল প্রতিবাদ সভা।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে ৫০ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছিল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭