ইনসাইড বাংলাদেশ

সেন্টমার্টিনে আটকা পড়েছেন ৪ শতাধিক পর্যটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2021


Thumbnail

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে বৈরী আবহাওয়ার কারণে আটকে পড়েছেন আনুমানিক চার শতাধিক পর্যটক। সরকারি ছুটি শেষ হওয়া এবং জরুরি কাজে অংশগ্রহণ করতে না পেরে অনেকের মাঝে হতাশা দেখা দিয়েছে বলে জানা গেছে।

গতকাল রোববার (১৭ অক্টোবর) বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকায় ফিরতে পারেননি তারা। আজকেও বৈরী আবহাওয়া থাকলে থাকতে হবে সেন্টমার্টিনে।

জানা গেছে, শারদীয় দুর্গা উৎসব ও শুক্রবার শনিবারসহ টানা ছুটির কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে অবকাশ যাপনের জন্য ছুটে যান প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে। জাহাজ না থাকলে ঝুঁকি নিয়ে স্পীড বোট ও ট্রলারে করে যান এসব পর্যটক। কিন্তু বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় তারা আর ফিরতে পারেননি।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা সভাপতি আবুল কালাম বলেন, ৪ শতাধিকের বেশি পর্যটক আটকা পড়েছেন। এখন অনলাইনের যুগ হওয়ায় তেমন সমস্যা হচ্ছে না। তবে জরুরি কাজ থাকায় ফিরতে না পারায় হতাশা দেখা দিয়েছে।

সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান নুর আহমেদ বলেন, আটকে পড়া পর্যটকরা নিরাপদে রয়েছেন। বৈরী আবহাওয়া শুরু হলে কোনো ট্রলার ছাড়তে পারেনি। এতে দ্বীপে বেড়াতে আসা কয়েক শ’ পর্যটক আটকে পড়েন। তাদের প্রতিনিয়ত খোঁজখবর রাখা হচ্ছে এবং বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭