ওয়ার্ল্ড ইনসাইড

মন্ত্রীকে বরখাস্তের দাবিতে ভারতে রেল অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2021


Thumbnail

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে মন্ত্রীসভা থেকে বরখাস্ত করার দাবিতে রেল অবরোধ চলছে। আজ সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই রেল অবরোধ চলবে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র খবরে বলা হয়েছে, আজ সকাল ১০টা থেকে রেল অবরোধ পালন করছে কৃষকরা। সংযুক্ত কিষাণ মোর্চা’র ডাকে এই অবরোধ পালন করা হচ্ছে। অবরোধ পালনে কৃষকরা রেললাইনের ওপরে বসে রয়েছেন।

এর আগে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলেকে উত্তর প্রদেশে গাড়িচাপা দিয়ে কয়েকজন কৃষককে হত্যার অভিযোগে আটক করা হয়।

এদিকে ‘রেল রোকো’ আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছে দেশটির লখনউ পুলিশ। পুলিশের বক্তব্য  যারা স্বাভাবিকতা ব্যাহত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর জাতীয় নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়া হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭