ইনসাইড গ্রাউন্ড

না ফেরার দেশে শ্রীলঙ্কার প্রথম টেস্ট অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2021


Thumbnail

শ্রীলঙ্কার জাতীয় টেস্ট দলের প্রথম অধিনায়ক বান্ডুলা ওয়ার্নাপুরা মারা গেছেন। ‍মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কলম্বোর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বান্ডুলা। রক্তে উচ্চ শর্করার মাত্রা থাকায় এই মাসের শুরুতে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

১৯৮১ সালে প্রথম টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেন বান্ডুলা, পরের বছর কলম্বোর পি সারা ওভালে ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী টেস্টে। প্রথম বলও খেলেন তিনি এবং দলের প্রথম রানটিও করেন। অধিনায়ক হিসেবেই ক্যারিয়ারের সবকটি টেস্ট খেলেছেন বান্ডুলা। তবে জিততে পারেননি একটিও।

শ্রীলঙ্কার জার্সিতে ১৯৭৫ থেকে ১৯৮২ সালে ক্যারিয়ারে ৪টি টেস্ট ও ১২টি ওয়ানডে খেলেছেন ওয়ার্নাপুরা। অবসরের পর তিনি জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেন। পরে কোচিং পরিচালকও হন। ওয়ার্নাপুরার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭