ইনসাইড গ্রাউন্ড

শ্রীলঙ্কার কাছে ১ রানে হার বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2021


Thumbnail

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ১ রানের ব্যবধানে ম্যাচ হেরেছে। আগে ব্যাট করে শ্রীলঙ্কা সংগ্রহ ২২৮ রান। জবাবে বাংলাদেশ অলআউট হয়েছে ২২৭ রানে। ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২২৮ রান তুলেছিল শ্রীলঙ্কার যুবারা।

জবাবে শেষ ওভারে এসে ইনিংসের ৩ বল বাকি থাকতে ২২৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। এই হারে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে গেছে সফরকারি দল। সিরিজের প্রথম ওয়ানডেতেও ২২৮ রানই করেছিল লঙ্কানরা। বাংলাদেশ হারে ৪২ রানে।

বাংলাদেশের ক্রিকেটে একের পর এক হতাশার গল্প। রোববার রাতে বিশ্বকাপের প্রথমপর্বে দুর্বল স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে গেছে টাইগাররা। এবার বড়দের পথ ধরে তীরে এসে তরী ডোবালো অনূর্ধ্ব-১৯ দলও, লঙ্কানদের কাছে আজ তারা হেরে গেছে মাত্র ১ রানে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭