ইনসাইড গ্রাউন্ড

ডাচদের বিপক্ষে সহজ জয় আইরিশদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2021


Thumbnail

নেদারল্যান্ডের দেয়া ১০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে আয়ারল্যান্ড। ডাচদের দেয়া লক্ষ্য ৩ উইকেট হারিয়েই টপকে যায় তারা। 

আয়ারল্যান্ডের শুরুর দিকে তাদের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার কেভিন ও ব্রায়েন ও বালবার্নের উইকেট হারালেও অভিজ্ঞ পল স্টার্লিং এবং গ্যারেথ ডিলেনি দলকে কোন বড় বিপদের মুখে পড়তে দেয়নি। 

ডিলেনির ২৯ বলে ৪৪ ও পল স্টার্লিং এর ৩০ রানের উপর ভর করে ১৫.১ ওভারেই জয়ের বন্দরে পৌছে যায় তারা। নেদারল্যান্ডের গ্লোভার, সীলার ও  ক্লাসেন ১টি করে উইকেট লাভ করেন। 

এর আগে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (১৮ অক্টোবর) টসে জিতে নেদারল্যান্ড দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।  

আইরিশ পেসার ক্যাম্পারের ডাবল হ্যাটট্রিকে বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয় নেদারল্যান্ড। নির্ধারিত ২০ ওভার শেষে ডাচদের সংগ্রহ সব উইকেট হারিয়ে ১০৬ রান। 

ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে শুরুতেই বেন কোপারের উইকেট হারায় নেদারল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারানো নেদারল্যান্ডকে সবচেয়ে বড় ধাক্কা দেন আইরিশ পেসার ক্যাম্পার।  ইনিংসের দশম ওভারে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট নেয়ার মাধ্যমে এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকের পাশাপাশি চার বলে চার উইকেট নেয়ার বিরল রেকর্ড গড়েন ক্যাম্ফার। 

নেদারল্যান্ডের পক্ষে সর্বাধিক ৫১ রান করেন ম্যাক্স। এছাড়া ২১ রান আসে অধিনায়ক পিটার সিলারের ব্যাট থেকে। আয়ারল্যান্ডের ক্যাম্পার ২৬ রানে ৪ উইকেট লাভ করেন। এছাড়া মার্ক এডেয়ারের শিকার তিন উইকেট। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭