ওয়ার্ল্ড ইনসাইড

কুয়েতে তেল শোধনাগারে আগুন, আহত কয়েক শ্রমিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2021


Thumbnail

কুয়েতের মিনা আল-আহমাদি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কিছু শ্রমিক আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

সোমবার (১৮ অক্টোবর) দেশটির এই রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানিতে এ ঘটনা ঘটে।

কুয়েতের ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানি জানিয়েছে, আরব উপসাগরীয় উপকূলবর্তী সৌদি আরবের সীমান্তের উত্তরে গুরুত্বপূর্ণ মিনা আল আহমাদি তেল শোধনাগারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বিদ্যুৎ সরবরাহ বা তেল রফতানিতে এর কোনো প্রভাব পড়েনি।

রাষ্ট্রায়ত্ত শোধনাগারটি জানিয়েছে, তাদের অ্যাটমোস্ফেরিক রেসিডিউ ডিসালফুরাজেইশন (এআরডিএস) ইউনিটে আগুন লাগে, বিচ্ছিন্ন এই ইউনিটটিতে আগুন লাগার পর তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭