ইনসাইড গ্রাউন্ড

‘হারার মধ্যেও ভালো কিছু প্রাপ্তি থাকে, এখানে পুরোটাই লস’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2021


Thumbnail

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। ১৪১ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ পাওয়ারপ্লে কাজে লাগাতে পারেনি। অথচ প্রত্যেক ব্যাটারেরই ভালো করার সামর্থ্য আছে, বিশ্বাস করেন পাপন।

স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের অপ্রত্যাশিত পরাজয়ে দলের তিন সিনিয়র ক্রিকেটারের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন নাজমুল হাসান পাপন। বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে খেলোয়াড়দের লড়াইয়ের মানসিকতাও পছন্দ হয়নি তার। শক্তিমত্তা বা অভিজ্ঞতায় যোজন যোজন এগিয়ে টাইগাররা।

তবে স্কটল্যান্ডের দাপুটে ক্রিকেটের কাছে যেভাবে পরাজয় বরণ করেছে দল, তাতে যেন বিশ্বকাপ স্বপ্নেই ধাক্কা লেগেছে। বিষয়টি মেনে নিতে পারছেন না পাপনও। তার মতে, এই ম্যাচ থেকে দলের কোনো প্রাপ্তিই নেই। ওমানে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘এটা নিয়ে মন্তব্য করা খুব কঠিন। ভালো কিছু বলার মত কিছু নাই। হারার মধ্যেও ভালো কিছু প্রাপ্তি থাকে, এখানে পুরোটাই লস।’

স্কটল্যান্ডের কাছে পরাজয় কোনোক্রমেই মেনে নিতে পারছেন না বিসিবি সভাপতি, ‘পুরো ব্যাপারটা একেবারেই অপ্রত্যাশিত। কখনও চিন্তাও করা যায়নি আমরা স্কটল্যান্ডের কাছে এই ম্যাচ হারতে পারি।’ এছাড়াও তিনি আরও বলেন, ‘এর আগে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের কাছে প্র্যাকটিস ম্যাচ হেরেছি। যদিও হারা উচিৎ হয়নি, তারপরও মনে হয়েছে নিয়মিত কয়েকজন খেলোয়াড় নেই এজন্য এমন হতেই পারে। কাল তো এই সমস্যা ছিল না। তামিম ছাড়া পুরো দলই খেলেছে। এভাবে হেরে যাব এটা চিন্তায়ও আসেনি। চিন্তাও করিনি স্কটল্যান্ডের কাছে হারতে পারি।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭