ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপ লড়াইয়ের আগে শোয়েব-হরভজন বাকযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2021


Thumbnail

আগামী ২৪ অক্টোবরের ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে তোলপাড় চলছে পুরো ক্রিকেট বিশ্বে। দুই দেশের তারকারা এই উন্মাদনা থেকে বাদ পড়বেন তা কি করে হয়! ভারত-পাকিস্তান দ্বৈরথ উপলক্ষে দুবাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন এই দুই বোলার। রাজনৈতিক বৈরিতার আঁচ বরাবরই থাকে ভারত-পাকিস্তানের মাঠের লড়াইয়ে, উত্তেজনার পারদ উঠে যায় বেশ উঁচুতে। যেই উত্তেজনা আরও বেড়ে যায় দেশ দুইটির ক্রিকেটারদের বাকযুদ্ধে। এবারও যার ব্যতিক্রম হচ্ছে না। 

ভারতের নির্মিত আলোচিত বিজ্ঞাপন ‘মওকা মওকা’র নতুন ভার্শন দেখে হরভজন তার প্রতিক্রিয়ায় জানান, পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারকে এরই মধ্যে নাকি তিনি বলে দিয়েছেন, বিশ্বকাপে ভারতের বিপক্ষে নাজেহাল অবস্থা হবে পাকিস্তানের।

মাঠে ভারত-পাকিস্তান অনেক মহাযুদ্ধের সাক্ষী হরভজন বলেন, ‘আমি শোয়েবকে বলেছি, আমাদের বিরুদ্ধে খেলতে নামার কোনো মানেই হয় না। তোমরা একটা কাজ করতে পারো, সেটা ওয়াকওভার (খেলতে অস্বীকৃতি জানানো)।’ কেন এ কথা বলেছেন, শোয়েবকে সেই ব্যাখ্যাও দিয়েছেন হরভজন, ‘তোমরা খেলবে, আবার হারবে। সেটা তোমাদের হতাশ করবে। আমাদের দল অনেক শক্তিশালী। শোয়েব, আমি কোনো সুযোগই দেখছি না। আমরা তোমাদের স্রেফ উড়িয়ে দিব।’

ভারত-পাকিস্তান দ্বৈরথ উপলক্ষে দুবাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন এই দুই বোলার। সেই অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করে শোয়েব বলেন, ‘মি. আমি সব জানির সাথে।’ হরভজনও দেরি করেননি উত্তর দিতে। তবে রসিকতার জবাব দিতে গিয়ে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসকে একহাত নিয়েছেন ভাজ্জি। শোয়েবের টুইটটি শেয়ার করে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘যখন তোমার ৪০০-এর বেশি টেস্ট উইকেট থাকবে নিশ্চিতভাবেই তুমি ২০০-এর কম উইকেট নেওয়া কারো চেয়ে বেশি জ্ঞান রাখো।’

কথার লড়াইটা মূলত শুরু হয় গত সপ্তাহে হরভজনের স্টার স্পোর্টসের সাথে আলাপচারিতায়। সেখানে বিশ্বকাপে এখন পর্যন্ত একবারও ভারতকে হারাতে না পারায় পাকিস্তানকে নিয়ে রসিকতা করেন তিনি। তিনি বলেন, ‘আমি শোয়েবকে বলেছি তোমরা ওয়াকওভার নিয়ে নাও। তোমরা আবার খেলবে, আবার হারবে, আবার হতাশ হবে। তোমাদের কোন সুযোগ দেখছি না আমি। আমাদের খুবই শক্তিশালী একটি দল রয়েছে। ওরা তোমাদের দলকে উড়িয়ে দেবে।’

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭