ইনসাইড গ্রাউন্ড

শ্রীলঙ্কার বোলিং তোপে অলআউট নামিবিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2021


Thumbnail

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে তাদের বোলিং তোপের মুখে পড়ে মাত্র ৯৬ রানেই অল আউট হয়ে গেছে প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে আসা নামিবিয়া। এর আগে  নামিবিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেয় শ্রীলঙ্কা ক্রিকেট দল। লঙ্কানদের আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে নামিবিয়া।

টসে হেরে ব্যাট করতে নেমে করুনারাত্নের ওভারে দুই রান নিয়ে নিজেদের ইনিংস শুরু করে নামিবিয়া। এরপরের ওভারে চামিরার বলে চার মেরে মোট ৮ রান নেয় দুই ওপেনার। স্পেল পরিবর্তন করে মহেশ থিকশানাকে বোলিঙয়ে আনা হলে তাঁর প্রথম বলেই স্টিফেন বার্ড উড়িয়ে মারতে গেলে ক্যাচ আউট হয়ে মাত্র ৭ রানেই প্যাভিলিয়নের পথ ধরেন।

১০ রানেই হয় প্রথম উইকেটের পতন। নামিবিয়ার দ্বিতীয় উইকেটের পতন ঘটে দলীয় ২৯ রানের মাথায়। পাওয়ার-প্লের ওভারে দুই উইকেটে মাত্র ৩০ তুলতে সমর্থ হয় তারা। এরপরে ধীর গতিতে রান তুলে উইকেট টিকিয়ে রেখে খেলতে থাকে নামিবিয়া। 

এরপরে দলীয় ৬৮ রানে জেরার্ড আউট হন। তারপরে মাত্র ২১ রানে নামিবিয়ার ৫ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। লাহিরু কুমারার শেষ ওভারের প্রথম বলেই ফ্রান্স আউট হলে শেষ উইকেটে নামিবিয়া টিকটে পারে আর দুই বল। তৃতীয় বলে বার্নার্ড রান আউট হলে তাদের উনিংসের শেষ হয় মাত্র ৯৬ রানেই।

নামিবিয়ার পক্ষে ক্রেইগ উইলিয়ামস ৩৬ বলে দুই ছক্কায় ২৯ রান করেন। বোলিঙয়ে মাহেস থিকশানা শ্রীলঙ্কার পক্ষে চার ওভার বল করে ২৫ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট লাভ করেন। এছাড়াও করুনারাত্নে চার ওভারে ১৭ রানে ১ উইকেট লাভ করেন। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭