ইনসাইড গ্রাউন্ড

বিসিবির জুম মিটিংয়ে প্রশ্নের মুখে ডমিঙ্গো, হতে পারেন বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2021


Thumbnail

স্কটল্যান্ডের বিপক্ষে পরাজয়ে ক্ষোভে ফুঁসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতায় ১৪১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও টাইগাররা বরণ করেছে ৬ রানের পরাজয়। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি জানান, এই পরাজয় অকল্পনীয়। র‍্যাংকিংয়ে স্কটল্যান্ডের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ। শক্তিমত্তা বা অভিজ্ঞতায় যোজন যোজন এগিয়ে টাইগাররা। তবে স্কটল্যান্ডের দাপুটে ক্রিকেটের কাছে যেভাবে পরাজয় বরণ করেছে দল, তাতে যেন বিশ্বকাপ স্বপ্নেই ধাক্কা লেগেছে।

এমন হারের পর দলের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি । মাধ্যম ছিল জুম মিটিং অ্যাপস। জৈব সুরক্ষা বলয়ে থাকায় টিম হোটেলে যাওয়ার সুযোগ নেই। তাই জুম মিটিংয়ে ভরসা। সোমবার (১৮ অক্টোবর) মাসকটের শেরাটন হোটেলে বসে কোচ-ক্রিকেটারদের সঙ্গে জুম মিটিংয়ে বসেন নাজমুলসহ বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এবং দুই পরিচালক আকরাম খান ও ইসমাইল হায়দার মল্লিক। এই জুম মিটিংয়ে কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে ছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। এ সময় কোচের কাছে সামগ্রিক বিষয় নিয়ে জানতে চান বোর্ড প্রধান। বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তোলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। ডমিঙ্গো নিজের মতো উত্তর দিলেও উপস্থিত কারো তার কথা পছন্দ হয়নি। 

মিটিংয়ে উপস্থিত থাকা একজন বলেন, `আমরা তার কথায় সন্তুষ্ট না, বেশ কিছু বিষয় জানতে চেয়েছিলাম কিন্তু সে তার মতো যুক্তি দেখিয়েছে, আমরাও আমাদের কথা বলেছি।’ জানা গেছে, স্কটল্যান্ডের বিপক্ষে হারের জন্য কোচকে কাঠগড়ায় দাড় করিয়েছে বিসিবি! পরিকল্পনা, প্রক্রিয়া, দল নির্বাচনসহ নানা বিষয়ে প্রশ্নবানে জর্জরিত করা হয় তাকে। শুধু প্রশ্নই নয়, সমালোচনায় বিদ্ধ ছিলেন ডমিঙ্গো। এরপর মাহমুদউল্লাহ ও সাকিবের সঙ্গেও কথা বলেন বোর্ড প্রধান। দলের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। তাদেরকেও করা হয়েছে নানা প্রশ্ন। 

নাঈমকে শেষ ১৬ ম্যাচে বাংলাদেশ টানা খেলেছে। কিন্তু বিশ্বকাপের ড্রেসিংরুমে তাকে বসিয়ে রাখা হয়।এই সিদ্ধান্ত কেন? নাজমুল হাসান বলেছেন, ‘মিটিংয়ে আমার সাথে আকরামও ছিল। তো আকরাম একটা প্রশ্নটাই করেছে যে, নাঈমকে সারা বছর ধরে আপনি খেলালেন বিশ্বকাপের জন্য প্রস্তুত করলেন তাহলে নাঈম নাই কেন? তিনি আরও বলেছেন, `আমি বলতে চাচ্ছি যে ওদের পরিকল্পনাটাই তো আমি বুঝতে পারিনি। এপ্রোচটা পরিবর্তন করতে হবে। যারা মারতে পারে, যাদের মনে সাহস আছে, তারা প্রথমে নামবে এবং প্রথম ছয় ওভারের সুবিধা নিতে হবে।’ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭