ইনসাইড গ্রাউন্ড

নামিবিয়াকে হারিয়ে শ্রীলঙ্কার বিশ্বকাপ মিশন শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2021


Thumbnail

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়াকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। এর আগে প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে আসা নামিবিয়ার ৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা ব্যাটিং বিপর্যয়ে পড়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। দলীয় মাত্র ১৪ রানেই কুশেল পেরেরার উইকেট হারায় লংকানরা। প্রথম উইকেট হারানোর ৪ রানের মাথায় পাথুম নিসাঙ্কার দ্বিতীয় উইকেটও হারিয়ে বসে। ২৬ রানের মাথায় চান্দিমালের উইকেট হারিয়ে বসলে অনেকটা শঙ্কা জেগে উঠে শ্রীলঙ্কা ক্যাম্পে। 

কিন্ত সব শঙ্কা কাটিয়ে আভিশকা ফার্নান্দো এবং ভানুকা রাজাপাকশের জুটি দলকে জয়ের দিকে এগিয়ে নিতে থাকে। মাঝেমাঝে তারা নামিবিয়ার বোলারদের উপরে চড়াও হয়েছেন। এই দুইজন মিলে চতুর্থ উইকেটে ৭৪ রানের জুটি গড়েন। জুটি গড়ার পথে আভিশকা ফার্নান্দো করেন ২৮ বলে ৩০ রান। আর ভানুকা রাজাপাকশে করেন ২৭ বলে ৪২ রান। 

তাঁর আগে যোজন যোজন পিছিয়ে থাকা নামিবিয়া ব্যাটিংয়ে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কার সামনে। ইনিংসের ৩ বল বাকি থাকতে ৯৬ রানে গুটিয়ে গেছে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা দলটি। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে নামিবিয়া। প্রথম ৫ ওভারে মাত্র ২১ রান তুলতে পারে তারা, ২৯ রান তুলতেই হারায় ২ উইকেট। ২ উইকেটেই ৬৮ রান তুলে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছিল নামিবিয়া কিন্ত এরপর ২৮ রানে শেষ ৮ উইকেট হারিয়েছে তারা। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭