ইনসাইড গ্রাউন্ড

অস্ট্রেলিয়ার নতুন নির্বাচক টনি ডোডেমাইড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2021


Thumbnail

অস্ট্রেলিয়ার নতুন নির্বাচকের দায়িত্ব পেয়েছেন সাবেক অলরাউন্ডার টনি ডোডেমাইড। সাবেক নির্বাচক ট্রেভর হন্সের স্থলাভিষিক্ত করা হয়েছে তাকে। সোমবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া এই বিষয়টি জানায়। এখন দায়িত্ব পেলেও আসন্ন অ্যাশেজ সিরিজের আগে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে কাজ শুরু করবেন টনি।

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নতুন নির্বাচক হিসেবে চেয়ারম্যান জর্জ বেইলি ও কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে তিন সদস্যের নির্বাচক প্যানেলে যোগ দেবেন তিনি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দল নির্বাচনের দায়িত্ব বেইলি ও ল্যাঙ্গারই পালন করবেন।

১৯৮৭ থেকে ১৯৯৩ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ২৪টি ওয়ানডে এবং ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন টনি। নিজের অভিষেক টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ৫০ ও বোলিংয়ে ৫৮ রান খরচ করে ৬ উইকেট নিয়েছিলেন। একই বছর ওয়ানডে অভিষেকে শ্রীলংকার বিপক্ষে ৫ উইকেট নেন তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭