ওয়ার্ল্ড ইনসাইড

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2021


Thumbnail

করোনা পরবর্তী জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর মারা গেছেন ৮৪ বছর বয়স্ক মার্কিন সাবেক পররাষ্ট্র মন্ত্রী কলিন পাওয়েল। কলিন পাওয়েল যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা ছিলেন।

সোমবার (১৮ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর খবরটি জানানো হয়।

তার পরিবারের বিবৃতিতে বলা হয়েছে, আমরা একজন ভালো স্বামী, বাবা, দাদা ও গর্বিত আমেরিকানকে হারালাম। আমরা মেডিকেল দলকে ধন্যবাদ জানাচ্ছি তদের আন্তরিক চিকিৎসার জন্য। তিনি করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিয়েছিলেন বলেও জানানো হয়।

কলিন পাওয়েল এক দীর্ঘ বর্ণাঢ্য জীবন পার করেছেন। তিনি ১৯৮৭ থেকে ১৯৮৯ পর্যন্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ১৯৮৯-তে সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশের অধীনে জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যানের দায়িত্ব পান কলিন পাওয়েল। আর ২০০১ সালে প্রেসিডেন্ট জুনিয়র বুশ তাকে পররাষ্ট্রমন্ত্রীর পদে মনোনীত করেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭