ওয়ার্ল্ড ইনসাইড

হিজবুল্লাহর সাথে যুদ্ধে জড়াতে চায় না ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2021


Thumbnail

হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সামরিক বাহিনীর সম্পর্ক বেশ নাজুক। ২০০০ ও ২০০৬ সালে হিজবুল্লাহর কাছে শোচনীয় পরাজয়ের পর ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত হিজবুল্লাহর বিপক্ষে কোন ধরণের আগ্রাসনে যায় নি। কারণ তারা হিজবুল্লাহর বিরুদ্ধে আগ্রাসনে ভীত।

ইসরায়েলের হোমফ্রন্ট কমান্ডের প্রধান উরি গরডিন বলেছেন, ‘যদি যুদ্ধ শুরু হয়, তাহলে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রতিদিন অধিকৃত ভূখণ্ড লক্ষ্য করে ২,৫০০ রকেট ছুঁড়তে পারবে।’ আর সেই ভয়েই হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ চায় না ইহুদি দেশটির সামরিক বাহিনী বলে এক প্রতিবেদনে জানিয়েছে রুশ গণমাধ্যম স্পুটনিক।

তিনি আরও বলেছেন, ‘গত মে মাসে গাজা উপত্যকায় ইসরায়েল হামলা শুরু করলে, সেখান থেকে প্রতিদিন গড়ে ৪০০`র বেশি রকেট ছোঁড়া হয়। যদি হিজবুল্লার সঙ্গে যুদ্ধ লাগে, তাহলে আমরা ধারণা করতে পারি, প্রতিদিন এর চেয়ে পাঁচগুণ বেশি রকেট ছোঁড়া হবে।’

এর আগে, গত মার্চ মাসে এই কমান্ডার বলেছিলেন, হিজবুল্লার কাছে সর্বোচ্চসংখ্যক রকেট মজুদ আছে এবং যুদ্ধ শুরু হলে প্রতিদিন হিজবুল্লাহ গড়ে ২,০০০ রকেট ছুঁড়তে সক্ষম।

হিজবুল্লাহ বারবার বলেছে, নতুন কোনো যুদ্ধে জড়ানোর ইচ্ছা তাদের নেই। তবে ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে তবে লেবাননকে রক্ষার ব্যাপারে তারা অঙ্গীকারাবদ্ধ রয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭