কালার ইনসাইড

‘ঘুরে দাঁড়াবে টাইগাররা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2021


Thumbnail

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে (যা মূলপর্বে হিসেবে বিবেচিত) যাওয়ার শর্ত হল- প্রথম রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্সআপ হতে হবে। অর্থাৎ দুই গ্রুপে ভাগ হয়ে খেলা আটটি দলের মধ্যে চারটি দল সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করবে।

গ্রুপ বি-তে খেলা বাংলাদেশ ইতিমধ্যে একটি ম্যাচ হেরে গেছে। মূল পর্বে যেতে হলে তাদের এখন আগামী দুই ম্যাচ জয়ের কোনও বিকল্প নেই। একই সঙ্গে বড় রান রেটের ব্যবধানে জিততে হবে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে গ্রুপের বাকি দলগুলোর দিকে। কিন্তু একটি ম্যাচ হেরে গেলেই ঢাকার বিমান ধরতে হবে টাইগারদের।

গত রবিবার ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে স্কটল্যান্ডের কাছে ৬ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার রাত আটটায় একই মাঠে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক ওমান।

টাইগারদের আজকের ম্যাচের জন্য শুভ কামনা জানিয়েছেন শোবিজের অনেক তারকাই।

জায়েদ খান: আমরা বাঙ্গালীরা ঘুরে দাঁড়ানোর জাতি। নানা বাঁধা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে আমরা জানি। প্রথম ম্যাচে টাইগাররা তেমন ভাবে সুবিধা করতে পারেনি। তবে আমার বিশ্বাস আজকের ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।

ইমন: শুধু এতটুকুই বলবো বাংলাদেশে যে কোন অঘটন ঘটিয়ে দিতে পারে।

সিয়াম: গত ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে হেরে যাওয়ায় বাংলাদেশকে আজ চাপ নিয়েই খেলতে হবে। এই চাপ হচ্ছে ১৮ কোটি মানুষের চাপ, বড় দল হিসেবে নিজেদের প্রমাণ করার চাপ, সামনে এগিয়ে যাওয়ার চাপ। আমার বিশ্বাস দলের সবাই আজ নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে থাকবে। ম্যাচটি জিতে নিজেরা চাপমুক্ত হবে এবং গোটা দেশের মুখে হাসি ফোটাবে।

রাহা তানহা: আমার বিশ্বাস আজকের ম্যাচে টাইগাররা ভালো কিছু করবে। খেলায় হার-জিৎ থাকবেই। ভালো খেললে বাহবা দিবো আর খারাপ খেললেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গালিগালাজ করবো, এইটা ঠিক না। আমাদের এই সব মন-মাসিকতার পরিবর্তন করা উচিত।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭