ইনসাইড ওয়েদার

ঢাকাসহ দেশের ৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/10/2021


Thumbnail

রাতে ঢাকাসহ ছয় বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে এক পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হওয়ার আভাস নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস ।

গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) রাতে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। 

হাফিজুর রহমান জানান, গত কয়েকদিনের তুলনায় আজ রাতে বৃষ্টির পরিমাণ কম হতে পারে। এছাড়া দেশের অধিকাংশ স্থানের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

এছাড়া আগামী ২৪ ঘণ্টায় দেশের রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭