ইনসাইড ট্রেড

লিটনের সাথে লাহিরুর ধাক্কাধাক্কি, উত্তপ্ত বাক্যবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/10/2021


Thumbnail

শ্রীলঙ্কার সঙ্গে শেষ কয়েক বছরে বাংলাদেশের সাক্ষাৎ মানেই যেন বাড়তি রোমাঞ্চ। সেটা খেলার কারণে হোক, কিংবা আনুষাঙ্গিক কোনো কারণে। আজই যেমন, আউট হয়ে ফেরার পথে বোলার লাহিরু কুমারার সঙ্গে ধাক্কাধাক্কি লেগে গেল লিটন দাসের।

আজ আরও একবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ উত্তেজনা ছড়াচ্ছে। ইনিংসের ষষ্ঠ ওভারে লিটন দাসকে আউট করে সম্ভবত স্লেজিং করেছিলেন লঙ্কান পেসার লাহিরু কুমারা। তারপর দুজনের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যান দুজন। এ সময় লিটনকে ব্যাটকে লাঠির মতো করে ধরে মারের ভঙ্গিমা করতে দেখা যায়।

পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন আম্পায়ার। ভাগ্য ভালো, শারীরিক কোনো সংঘর্ষ ঘটেনি। তবে মাঠের এই ঘটনার জন্য জরিমানার কবলে পড়তে হতে পারে লিটন-কুমারাকে।

এর আগে নিদহাস ট্রফিতে মাঠের মধ্যে এমনই ঝামেলা বেঁধেছিল, ম্যাচ রেখেই ব্যাটসম্যানদের বের হয়ে আসতে বলেছিলেন তখনকার অধিনায়ক সাকিব আল হাসান। ওমন ঝামেলার পর লঙ্কানদের বিপক্ষে যে কোনো অর্জনই উদযাপনটা আলাদা দেখা যায় বাংলাদেশের। সেটা মুশফিকুর রহিমের নাগিন ড্যান্স হোক বা মাঠের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭