ওয়ার্ল্ড ইনসাইড

গাজা সীমান্তে আবারও সামরিক মহড়া চালাবে ইসরাইল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/10/2021


Thumbnail

গাজা সীমান্তে আবারো উসকানিমূলক ও বিদ্বেষী তৎপরতা চালাতে যাচ্ছে ইহুদিবাদি ইসরায়েল। সীমান্তে তারা আবারো সামরিক মহড়া চালানো ঘোষণা দিলো।

ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় নতুন কোনো সংঘাতের প্রস্তুতি বাড়াতেই এই মহড়ার আয়োজন করা হচ্ছে। মহড়া চলাকালে গাজা সীমান্তে সেনা সমাবেশ ঘটবে। সামরিক যান চলাচল বাড়বে। বিস্ফোরণের শব্দ শোনা যাবে। কয়েকটি পয়েন্টে তল্লাশি চৌকি বসানো হবে।

এই মহড়াকে নিয়মিত কর্মসূচি হিসেবে তুলে ধরে ইসরাইল বলেছে, সেনাবাহিনীর প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এই মহড়া চলবে।

পর্যবেক্ষকরা গাজা সীমান্তে এ ধরণের মহড়াকে উসকানিমূলক বলে মন্তব্য করেছেন। এই ধরণের মহড়ার  মাধ্যমে গাজাবাসীর মনে ভয় ধরিয়ে দিতে চায় দখলদারেরা। তবে এমন অপকৌশলের কারণে প্রতিরোধ সংগ্রাম ক্ষতিগ্রস্ত হবে না।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭