ইনসাইড গ্রাউন্ড

নামিবিয়াকে সহজ লক্ষ্য দিলো স্কটল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/10/2021


Thumbnail

সুপার টুয়েলভের মঞ্চে নেমে প্রথম ম্যাচেই স্কটল্যান্ডকে চমকে দেয়া দিয়েছে নামিবিয়া। আজ আবুধাবিতে স্কটিশদের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে উড়ন্ত সূচনাই করেছে নামিবিয়া। অরথমে বোলিং নিয়ে নামিবিয়া স্কতল্যান্ডকে মাত্র ১০৯ রানে আটকে দিয়েছে। স্কটল্যান্ড নির্ধারিত ২০ ওভার শেষে  ৮ উইকেট হারিয়ে এই রান সংগ্রহ করে।  

এর আগে আবুধাবিতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই মহাবিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। ইনিংসের প্রথম ওভারের প্রথম চার বলেই উইকেট তিনটি হারায় স্কটল্যান্ড। ম্যাচের প্রথম বলেই ইনফর্ম ওপেনার জর্জ মুনসেকে বোল্ড করে দেন রুবেন ট্রাম্পলম্যান। পরের বল হয় ওয়াইড, দ্বিতীয় বলটি ডট খেলেন ক্যালাম ম্যাকলয়েড। পরের বলটি আবার হয় ওয়াইড। কিন্তু ওভারের তৃতীয় বলে আর নিজের উইকেট বাঁচাতে পারেননি ম্যাকলয়েড। অসাধারণ এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। শুরুর তিন ব্যাটসম্যানের কেউই রানের খাতা খুলতে পারেননি।

৪ বলের ব্যবধানে তিনি সাজঘরে ফেরান জর্জ মুনসে (০), কলাম ম্যাকলিওড (০) আর রিচি বেরিংটনকে (০)। ২ রানে ৩ উইকেট হারায় স্কটিশরা। এরপর ডেভিড ওয়াইজের বলে ক্রেইগ ওয়ালেস (০) এলবিডব্লিউ হলে ১৮ রানে ৪ উইকেট খুইয়ে ধুঁকতে থাকে স্কটল্যান্ড। দলের এমন বিপর্যয়ের মুখে হাল ধরেন মাইকেল লিস্ক। ম্যাথিউ ক্রসকে নিয়ে পঞ্চম উইকেটে ৩৪ বলে ৩৯ আর ষষ্ঠ উইকেটে ক্রিস গ্রেভসকে নিয়ে ৩১ বলে ৩৬ রানের জুটিতে স্কটিশদের মান বাঁচান এই ব্যাটার।

এই জুটিতে আসল অবদান ছিল লিস্কেরই। ক্রস ৩৩ বলে ১৯ রানের ধীরগতির ইনিংস খেলে আউট হন। ১৭তম ওভারে লিস্ককে বোল্ড করেন স্মিট। ২৭ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় গড়া লিস্কের ইনিংসটি ছিল ৪৪ রানের। এরপর মাটি কামড়ে ধরে দলকে কোনোমতে ১০০ পার করে দিয়েছেন গ্রেভস। ইনিংসের শেষ বলে রানআউট হয়েছেন এই ব্যাটার, ৩২ বলে ২৫ করে।

নামিবিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল রোবেন ট্রাম্পলম্যান। ১৭ রানে নিয়েছেন ৩টি উইকেট। ১০ রানে ২ উইকেট শিকার জ্যান ফ্রাইলিংকের।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭