ইনসাইড গ্রাউন্ড

ইতিহাস গড়ে স্কটল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার চমক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/10/2021


Thumbnail

আবুধাবিতে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের নবাগত দল নামিবিয়া স্কটল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে। সুপার টুয়েলভ পর্বে নিজেদের প্রথম জয়ের ইতিহাস গড়তে নামিবিয়ার দরকার হয় ১১০ রান। যা করতে নবাগত আফ্রিকান এই দেশটি ৫ উইকেট হারিয়ে ৫ বল বাকি থাকতেই ছক্কা মেরে টপকে যায়। 

জয়ের ধারাবাহিকতা ধরে রেখে বাছাই পর্বে বাংলাদেশকে হারানো স্কটল্যান্ডকে পেয়ে আজ ৪ উইকেটের অনায়াস জয় তুলে নিলো নামিবিয়ানরা। সে সঙ্গে গড়লো ইতিহাস। আইসিসি নন টেস্ট প্লেইং দেশ হিসেবে সুপার টুয়েলভে খেলতে এসেই জয় পাওয়া প্রথম দলে পরিণত হলো নামিবিয়া। এই প্রথম টি ২০ বিশ্বকাপে খেলতে এসেই সবাইকে চমকে দিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে তারা। এতো বড় সাফল্যতে ম্যাচ জয়ে ক্ষুধা আরো বেড়ে গেল তাদের। 

এর আগে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৯ রান তোলে স্কটল্যান্ড। আর ১১০ রানের মামুলি লক্ষ্য ৫ বল বাকি থাকতে ৪ উইকেট হাতে রেখে পূরণ করে ফেলেছে নামিবিয়া। এ লক্ষ্য পূরণে ভিত গড়ে দেন দুই ওপেনার ক্রেইগ উইলিয়ামস ও মাইকেল ভান লিঙ্গার। ২৯ বলে ২৩ রান করেন উইলিয়ামস আর মাইকেল করেন ২৪ বলে ১৮ রান। ৯ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে অর্ধেকটা পথ পাড়ি দিয়ে ফেলেন তারা।

দুই ওপেনার আউট হয়ে সাজঘরে ফিরলে অল্প রানের মধ্যে দুটো উইকেট পড়ে যায়। তাতে অবশ্য কাজ হয়নি স্কটল্যান্ডের। নামিবিয়ার সেরা দুই ব্যাটার ডেভিড ভিসা ও জেজে স্মিথ হেসেখেলেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। যদিও ভিসা অপরাজিত থেকে মাঠ ছাড়তে পারেননি। জয়ের জন্য শেষ ১৮ বলে প্রয়োজন পড়ে ১৪ রানের। ১৮তম ওভারে পর পর দুটি ছক্কা হাঁকান ভিসা।

৪র্থ বলে ছক্কা হাঁকাতে গিয়ে তিনি ডিপ থার্ড ম্যানের হাতে ধরা পড়লে জয়ে বেগ পেতে হয়নি নামিবিয়ার। ১৪ বলে ১৬ রান করে আউট হন ভিসা। ১৯তম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেনে স্মিথ। ২৩ বলে ৩২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন স্মিথ।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭